মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫   মাঘ ৮ ১৪৩১   ২১ রজব ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৩

শীত কমে তাপমাত্রা বেশি থাকবে কয়েকদিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৫  

ছবি: ইমরান রহমান

ছবি: ইমরান রহমান

সারা দেশে ঘন কুয়াশার পাশাপাশি ১৩টি জেলায় বইছে শৈত্যপ্রবাহ। আজ থেকে অবস্থার পরিবর্তন হয়ে আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে ৯ জানুয়ারি থেকে দেশজুড়ে ফের শৈত্যপ্রবাহ শুরু হবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও কয়েকটি জেলায় হতে পারে হালকা বৃষ্টিপাত।

 

শনিবার (৪ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

 

তিনি বলেন, দীর্ঘসময় কুয়াশা থাকায় শীতের অনুভূতি বেড়েছে। তবে আজ থেকে দিন ও রাতের তাপমাত্রা দু-এক ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে। ঘন কুয়াশায় কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে। তবে ৯ জানুয়ারি থেকে পুনরায় দিন ও রাতের তাপমাত্রা কমবে। এ সময় দেশজুড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হবে।

 

তিনি আরও বলেন, আগামী ৮ জানুয়ারি সিলেট ও ময়মনসিংহ বিভাগে শীতের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজকে সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস।

 

জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, সারা দেশে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পাশাপাশি তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এসময় ঘন কুয়াশায় সড়ক, নৌ পথে যান ও বিমানপথে উড়োজাহাজ চলাচলে ব্যাঘাত ঘটতে পারে।

এই বিভাগের আরো খবর