মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫   মাঘ ৮ ১৪৩১   ২১ রজব ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪২

শাহবাগ অবরোধ করে ফের আন্দোলনে অভ্যুত্থানে আহতরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৫  

উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগের সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতরা। হাসপাতালে তারা উন্নত চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেন। 

 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখি সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

 

বিএসএমএমইউ-তে চিকিৎসাধীন অভ্যুত্থানে আহত রাকিবুল বলেন, আমরা দেশ স্বাধীন করলাম, অথচ আমাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না। আমরা হাসপাতালের পরিচালকের পদত্যাগ চাই। আমাদেরকে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে।

 

অন্য আরেকজন আহত বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কী করছে? সমন্বয়করা কী করছে? অভ্যুত্থানের এতদিন পরেও উন্নত চিকিৎসার অভাবে আমাদের যোদ্ধারা শহীদ হচ্ছেন। আমরা সঠিক চিকিৎসা চাই, উন্নত চিকিৎসা চাই। 

 

এদিকে, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তা ছাড়া, শাহবাগে  উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

এই বিভাগের আরো খবর