রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৭ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬২

শরীয়তপুরে জমি নিয়ে বিরোধের জের প্রতিবন্ধীকে কুপিয়ে জখম

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০  

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের পশ্চিম আট পাড়ার ৫ নং ওয়ার্ডে স্থায়ীভাবে বসবাসরত এতিম মা-বাবা স্ত্রী পুত্রহীন শারীরিক প্রতিবন্ধী শরফ উদ্দিন মাদবর (৪৮)কে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

গত ১২ ডিসেম্বর ২০২০শনিবার দুপুর আড়াইটার দিকে শারীরিক প্রতিবন্ধী শরফ উদ্দিন মাদবর (৪৮)তারই বাড়ির পাশে জমিতে আগাছা পরিষ্কার করতে গেলে পূর্বের জমিসংক্রান্ত বিরোধের জেরে ওই এলাকার স্থানীয় মুরুব্বী ওহাব আলী মাদবর(৫২) এর হুকুমে রাজ্জাক আকন (৫০), পিতা কাদির আকন এবং তার পুত্র সেন্টু ও হৃদয় এরা সহ কয়েকজন মিলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় প্রতিবন্ধী শরফ উদ্দিন এর চিৎকারের শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করে  এবং চিকিৎসক বলেন তার মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে যার কারণে নয়টি সিলি লাগে। শরফ উদ্দিন এখন চিকিৎসাধীন অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার মুরুব্বী ওহাব আলী মাদবর প্রতিবন্ধী ও এতিম শরফ উদ্দিন ও তার বোন ফুলমালা কে বাড়িতে গিয়ে হুমকি দেয় এবং বাড়ি থেকে উৎখাত করার চেষ্টা করে। আব্দুল হক সাক্ষাৎকারে গণমাধ্যমকে বলেন এই মারামারির ঘটনার প্রায় ২ মাস পূর্বে এই ওহাব মাদবর প্রতিবন্ধীর শরফুদ্দিন ও তার বোন ফুলমালা কে বাড়িতে গিয়ে  হুমকি দেয় এবং  বাড়ি দখলের চেষ্টা করে এবং বলে এই বাড়িতে  তোদের কোন জায়গা জমি নেই, তোরা এই বাড়ি থেকে বের হয়ে যাবি। প্রতিবন্ধী শরফ উদ্দিন ও তার বোন ফুলমালা তাদের ভয়ে নিরুপায় হয়ে অন্যের সহযোগিতা নিয়ে শরীয়তপুর জেলা পুলিশ সুপার  বরাবর ওহাব মাদবর এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।  জেলা ডিবি পুলিশের সহযোগিতায় প্রতিবন্ধী শরফ উদ্দিন মাদবর এর বাড়িটি দখলমুক্ত করা হয়।

ওহাব আলী মাদবরের সাথে বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

পালং থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিনের সাথে মুঠোফোনে আলাপকালে গণমাধ্যমকে বলেন এই বিষয়ে আমি কোনো লিখিত অভিযোগ পাই নাই। লিখিত অভিযোগ পেলে মামলা নিব।

এই বিভাগের আরো খবর