রোববার   ১৬ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২ ১৪৩২   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

লিবিয়া উপকূলে নৌকাডুবি: চার বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫  

লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে চারজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করে।

 

রবিবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি অভিবাসী। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

সংস্থাটি আরও জানিয়েছে, দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন অভিবাসী ছিলেন—যাদের মধ্যে মিশর ও সুদান থেকে আসা যাত্রীরাও ছিলেন। ওই নৌকায় আটটি শিশু ছিল, তবে তাদের অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

 

দুটি নৌকা ডোবার ঘটনাটি ঘটে রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে, আল-খুমস উপকূলের কাছে।

 

এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট জানায়, কোস্টগার্ড ও আল-খুমস বন্দর নিরাপত্তা বাহিনী উদ্ধার তৎপরতায় অংশ নেয়। উদ্ধার করা মরদেহ পাবলিক প্রসিকিউশনের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এর আগে গত বুধবার আইওএম জানায়, লিবিয়ার আল বুরি অফশোর তেলক্ষেত্রের কাছে আরেকটি নৌকা ডোবার ঘটনায় কমপক্ষে ৪২ জন নিখোঁজ হয়েছেন এবং সবার মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে।

 

সাম্প্রতিক মাসগুলোতে লিবিয়া উপকূলে একাধিক নৌকাডুবিতে বহু অভিবাসী প্রাণ হারিয়েছেন।

 

এই বিভাগের আরো খবর