শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৭

লাকসামে সামিরা আজিম দোলার উঠান বৈঠক

রিয়াদ হোসাইন লাকসাম কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫  

কুমিল্লার লাকসামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিম পাড়া ও পূর্ব পাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের গাজীমুড়ার দুটি স্থানে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা।

‎উঠান বৈঠকে তিনি দলের ৩১ দফা কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জনগণের কাছে তারেক রহমান ঘোষিত রূপরেখা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক  হাজী জসীমউদ্দীন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আমির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলম বাচ্চু, উত্তরদা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এই বিভাগের আরো খবর