লাকসামে সামিরা আজিম দোলার উঠান বৈঠক
রিয়াদ হোসাইন লাকসাম কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৮:২০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

কুমিল্লার লাকসামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিম পাড়া ও পূর্ব পাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের গাজীমুড়ার দুটি স্থানে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা।
উঠান বৈঠকে তিনি দলের ৩১ দফা কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জনগণের কাছে তারেক রহমান ঘোষিত রূপরেখা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী জসীমউদ্দীন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আমির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলম বাচ্চু, উত্তরদা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।