শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৭

লাকসামে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১  

‘‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসাম পৌরশহরের বাইপাস সড়কে শনিবার সকালে দেশব্যাপী হিন্দু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ লাকসাম উপজেলা শাখার উদ্যোগে গন অনশন, বিক্ষোভ মিছিল , মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।  
দেশব্যাপী হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ লাকসাম উপজেলা শাখার উদ্যোগে ওই সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহার সার্বিক নির্দেশনায় ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ লাকসাম উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাবু ফনি ভূষন সিংহ, সহ সম্পাদক রতন লাল দাস, লাকসাম উপজেলা হিন্দু মহাজোট সভাপতি লাল মনি সাহা,  হরলাল রায়, ছাত্রযুব ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার বর্ধন, সাধারণ সম্পাদক গোপাল সাহা, পলাশ বৈষ্ণব, আন্তজার্তিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) লাকসাম উপজেলা শাখা নামহট্ট সভাপতি ব্রজেন্দ্র গোপাল দাস, সাধারণ সম্পাদক প্রেমদাতা নিতাই গৌর দাস সহ উপজেলা বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।  
বাবু ফনি ভূষন সিংহ বক্তব্যে বলেন, অবিলম্বে সংখ্যালদের নির্যাতন বন্ধ করতে হবে, দুস্কৃতিকারীদেরকে  গ্রেপ্তার এবং কঠিন শাস্তির আওতায় আনতে হবে। তিনি আরও বলেন দেশে সংখ্যালঘূ মন্ত্রনালয় গঠন করতে হবে, সংখ্যালঘু কমিশন গঠন করতে এবং সংখ্যালঘূ সুরক্ষা আইন পাশ করতে হবে। হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম এক জাতি এক প্রান। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পুলিশ প্রশাসন ও সর্বস্তরের লোকজন সহযোগিতা করার জন্য ধ্যনবাদ জানিয়েছেন। 
 

এই বিভাগের আরো খবর