বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭২

মৌলভীবাজারে বিদ্যুৎপৃষ্ট একই পরিবারের পাঁচজনের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪  

মৌলভীবাজারের জুড়িতে বসতঘরের বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।


মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জেলার জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের ভাঙারপার গ্রামে এ ঘটনা ঘটেছে।


গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, ‘আজ ভোর ৫টার দিকে ফয়জুর রহমানের বাড়িতে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে পড়ে। এতে ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান স্বামী-স্ত্রীসহ তিন সন্তান। গুরুতর আহত আরেক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করেন।’ 

 

জুড়ি থানার ওসি এস এম মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনানোর প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর