বুধবার   ১২ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৬

মেট্রোরেলের আরও দুটি স্টেশন খুলে দেওয়া হচ্ছে 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৩  

মেট্রোরেলের আরও দুটি স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে উত্তরা সেন্টার স্টেশন ও ১ মার্চ থেকে মিরপুর ১০ নম্বর স্টেশনেও থামবে মেট্রোরেল। 

এর মধ্যে দিয়ে উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেলের ৯টি স্টেশনের মধ্যে ৫টি স্টেশন যাত্রীদের জন্য উন্মুক্ত হবে। 

আজ (বৃহস্পতিবার) রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। 

আরও পড়ুন : মেট্রোরেলের র‍্যাপিড পাস দিয়েই চড়া যাবে নগর পরিবহনের বাসে

এম এ এন ছিদ্দিক বলেন, মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি ৪টি স্টেশনও চালু হবে। সেইসঙ্গে জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেলের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। 

গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সীমিতভাবে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

এই বিভাগের আরো খবর