রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৪

মাথায় গুলি করে এসআইয়ের আত্মহত্যা

প্রকাশিত: ২১ মার্চ ২০২১  

চাকরিতে যোগদানের এক বছরের মাথায় পাবনার আতাইকুলা থানার এসআই হাসান আলী পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত রাতে থানা ভবনের ছাদে উঠে নিজের পিস্তল দিয়ে তিনি আত্মহত্যা করেন।

রোববার (২১ মার্চ) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, হাসান আলী এক বছর আগে আতাইকুলা থানায় যোগ দেন। তিনি অবিবাহিত ছিলেন। থানার ছাদে শনিবার দিবাগত রাত ২টার পর থেকে ভোর পর্যন্ত কোনো এক সময় তিনি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

আজ সকালে তার মৃতদেহ পাওয়া গেছে। সেখানে তার ব্যবহৃত মোবাইলের সিমটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো বিষয়ে মোবাইলে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে ক্ষোভে অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

এই বিভাগের আরো খবর