রোববার   ১৬ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২ ১৪৩২   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬

ভুয়া ভিডিও–ছবি প্রচারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অর্থ মন্ত্রনালয

তরুন কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫  

অর্থ মন্ত্রণালয়ের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। রবিবার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন এডিটেড ভিডিও ও ছবি ব্যবহার করে মন্ত্রী বা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ভুল ধারণা ছড়ানোর ঝুঁকি তৈরি হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি এসব ডিপফেক ভিডিও ও ডিজিটাল কনটেন্ট এখন সহজে প্রচার করা সম্ভব। এর ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হতে পারে এবং ভুল তথ্যের কারণে সামাজিক অস্থিরতার সুযোগ তৈরি হয়। মন্ত্রণালয় জানিয়েছে, তাদের পক্ষ থেকে প্রচারিত নয় এমন কোনো ভিডিও বা তথ্যকে সত্য হিসেবে গ্রহণ না করার অনুরোধ জানানো হচ্ছে।

 

এছাড়া ভুয়া কনটেন্ট শনাক্ত ও প্রতিরোধে প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করা হয়। জনসাধারণকে কোনো তথ্য যাচাই না করে শেয়ার না করার অনুরোধ জানায় অর্থ মন্ত্রণালয়।

 

বিজ্ঞপ্তি প্রেরণ করেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

 

এই বিভাগের আরো খবর