রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ২৪ ১৪৩১   ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৪  

আসন্ন সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আসছে অক্টোবরে নেপালের কাঠমান্ডুতে শুরু হবে প্রতিযোগিতাটি।

উইমেন্স সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সর্বশেষ আসরে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সাবিনা খাতুনরা। এবার শিরোপা ধরে রাখার মিশন বাংলাদেশের সামনে।

সাত দল নিয়ে হওয়া আসরে এবার ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে পাকিস্তান ও রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের দল।

নেপালের দশরথ স্টেডিয়ামে আগামী ১৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে গতবারের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২৩ অক্টোবর তারা মুখোমুখি হবে ভারতের।

স্বাগতিক নেপালের সঙ্গে ‘বি’ গ্রুপে রয়েছে ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে স্বাগতিক নেপাল। এই গ্রুপে একমাত্র তাদেরই পাঁচবার ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। আগামী ২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল ও ৩০ অক্টোবর হবে ফাইনাল।

এই বিভাগের আরো খবর