সোমবার   ১২ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০

ভারতে ক্রিকেট খেলা এখন বাংলাদেশের জন্য অসম্ভব: আসিফ নজরুল

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬  

 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের ক্রীড়ামঞ্চে উত্তেজনা বাড়ছে। ভারতের ‘উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি’ এবং ‘বাংলাদেশবিদ্বেষী ক্যাম্পেইন’-এর কারণে সেখানে খেলা সম্ভব নয় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

 

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভারতে গত ১৬ মাস ধরে যে বাংলাদেশবিদ্বেষী পরিবেশ বিরাজ করছে, তাতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিসিসিআই যখন উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দেয়, তখন আর কোনো প্রমাণের প্রয়োজন থাকে না।”

 

তিনি আরও মন্তব্য করেছেন, “আমরা মনে করি, ক্রিকেটের ওপর কারও খবরদারি থাকা উচিত নয় এবং বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে কোনো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না।”

 

এ অবস্থায়, নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই আইসিসিকে ভারতের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য লিখিত আবেদন করেছে। তবে গুঞ্জন রয়েছে, আইসিসি হিসেবে চেন্নাই বা তিরুবনন্তপুরমকে বিকল্প ভেন্যু  হিসেবে প্রস্তাব করতে পারে।

 

এই প্রসঙ্গে উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন, “চেন্নাই বা তিরুবনন্তপুরম তো ভারতেই। আমাদের কথা পরিষ্কার, ভারতের কোনো জায়গাতেই এখন খেলার পরিবেশ নেই। যদি ভেন্যু বদলাতেই হয়, তবে শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা আরব আমিরাতে করা হোক, আমাদের কোনো সমস্যা নেই। আইসিসি যদি সত্যিই একটি বৈশ্বিক সংস্থা হয়ে থাকে এবং ভারতের কথায় পরিচালিত না হয়, তবে তারা বাংলাদেশের যৌক্তিক দাবি মেনে নেবে।”

 

তিনি আরও বলেন, বিসিবির আবেদন সংক্রান্ত আইসিসির আনুষ্ঠানিক জবাব আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে আসতে পারে। এছাড়া নিরাপত্তা সংক্রান্ত একটি চিঠি শিগগিরই সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করা হবে।

 

উল্লেখ্য, এই বিতর্কের সূত্রপাত হয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের পরামর্শে রিলিজ দেওয়ার পর। ভারতের কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশের ম্যাচগুলো হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সেখানে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বিসিবির। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র চার সপ্তাহেরও কম সময় বাকি।

এই বিভাগের আরো খবর