বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

বড় দিনের শুভেচ্ছা জানিয়ে সাকিবের বিশেষ বার্তা

মোঃ মাহাবুবুর রাহামান রাব্বি

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫  

যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সারা বিশ্বে আজ উদযাপিত হচ্ছে পবিত্র বড় দিন (ক্রিসমাস)। এই আনন্দঘন দিনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এক গভীর মানবিক বার্তা দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের মহাতারকা সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাকিব আল হাসান বড় দিনের শুভেচ্ছা জানান। তবে সাকিবের এবারের বার্তাটি কেবল উৎসবের আমেজেই সীমাবদ্ধ ছিল না; সেখানে ফুটে উঠেছে সাম্প্রতিক সময়ে কঠিন ও দুর্বিষহ পরিস্থিতির শিকার হওয়া শিশুদের প্রতি তাঁর গভীর মমতা।

 

 

সাকিব তাঁর বার্তায় সাম্প্রতিক বিভিন্ন সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রাণ হারানো শিশুদের কথা বিশেষভাবে স্মরণ করেন। যারা এই মুহূর্তে মানবেতর জীবন যাপন করছে, তাদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি সমাজের কাছে আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। সাকিব তাঁর পোস্টে মনে করিয়ে দেন:

"শিশুরা রাজনীতি বোঝে না—তারা সাধারণ মানুষ।"

 

 

বড় দিন উপলক্ষে সাকিব আল হাসানের দেওয়া বার্তাটি নিচে হুবহু তুলে ধরা হলো:

রাজশাহীর পঙ্গু মাসুদের ছোট্ট শিশু,
টাঙ্গাইলের মোমিনের ছোট্ট শিশু,
সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাশের ছোট্ট শিশু, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু, ওসমান হাদির ছোট্ট শিশু—আরও কত শত শিশু আজ এতিম হয়ে গেছে!
এই শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয়—
সে দায়িত্ব বাংলাদেশের, তথা আমাদের।
লক্ষ্মীপুরের শিশু আয়শা,
মাগুরার ধর্ষিত শিশু আছিয়াকে আমরা হারিয়েছি!
ওরা কেউ রাজনীতি বোঝে না,
ধর্ম বোঝে না—
তবুও ওদের জীবন দিতে হয়েছে!
শিশুদের জন্য,
শিশুদের ভবিষ্যতের জন্য,
মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য—
সর্বোপরি
শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়বার জন্য—আমরা কি ঠিক দায়িত্বশীল আচরণ করছি?
ভালো থেকো, সুস্থ থেকো—
আগামী গড়বার কারিগর,
আমাদের আগামী প্রজন্ম।
সবাইকে বড় দিনের শুভেচ্ছা

এই বিভাগের আরো খবর