সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

বিশ্বের শীর্ষ গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রধান শিরোনাম

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫  

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত মৃত্যুদণ্ড আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। রায় ঘোষণার পরপরই বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো বিষয়টি নিয়ে শিরোনাম করেছে এবং বিভিন্ন বিশ্লেষণ প্রকাশ করেছে।

কাতারভিত্তিক আল জাজিরা প্রথম সারির শিরোনামে জানায়, “বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড”। সংবাদে বলা হয়, গত বছরের ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ দমনে সরকারের কঠোর পদক্ষেপের দায় হাসিনার ওপর বর্তায়। আল জাজিরা তাকে বিক্ষোভ দমন পরিকল্পনার “মাস্টারমাইন্ড এবং প্রধান স্থপতি” হিসেবে বর্ণনা করেছে।

ফ্রান্সের আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম ফ্রান্স ২৪ ঘটনাটিকে তুলে ধরে শিরোনাম করেছে,
“বাংলাদেশের পতিত নেতা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত”। তাদের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগে এই রায় দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়াতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর প্রতিবেদনেও রায়ে উঠে আসা অভিযোগগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়। তাদের শিরোনাম, “আন্দোলন দমনে নৃশংস অভিযানের অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে”।
বিবিসি জানায়, বিশেষ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে যে, গত বছরের শিক্ষার্থী-নেতৃত্বাধীন আন্দোলনের সময় সহিংস অভিযান পরিচালনার নির্দেশ তিনি দিয়েছিলেন। জাতিসংঘের হিসাবে সেই দমন-পীড়নে নিহত হয় প্রায় ১,৪০০ মানুষ, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারায়।

যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাদের প্রতিবেদনে শিরোনামে লিখে, “মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের ট্রাইব্যুনালে অপসারিত নেতা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ”। এপি জানায়, রায়টি সরাসরি সম্প্রচার করা হয়েছে এবং এর প্রেক্ষিতে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে অন্তর্বর্তী সরকার।

জার্মানভিত্তিক ডয়চে ভেলে লিখেছে, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে তার মৃত্যু দণ্ডের আদেশ”। সংবাদ মাধ্যমটি জানায়, তিন সদস্যের বিশেষ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে এবং আদালত তাকে পলাতক হিসেবে উল্লেখ করেছে।

ভারতের ফার্স্টপোস্ট তাদের প্রতিবেদনে উল্লেখ করে যে ২০২৪ সালের গণআন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আরও দুই আসামীর বিরুদ্ধে তাদের অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর