বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

বিশ্বকাপ জেতার পর আর কিছু চাওয়ার নেই: মেসি

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫  

ফুটবলের ইতিহাসে সেরা খেলোয়াড়দের তালিকায় লিওনেল মেসির নাম সবসময়ই প্রথম সারিতে। তবে নিজেকে নিয়ে তার দৃষ্টিভঙ্গি এখনো বিনয়ী। যুক্তরাষ্ট্রে এক ব্যবসায়িক সম্মেলনে তিনি জানিয়েছেন, বিশ্বকাপ জয়ের পর ফুটবলে আর কিছু চাওয়ার বাকি নেই তার।

 

ইন্টার মায়ামির এই তারকা বলেন, “একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা সবচেয়ে বড় অর্জন। এর পর আর কিছু চাওয়ার থাকে না। কিন্তু ক্যারিয়ার নিয়ে ভাবার সময় অবসরের পরই আসবে। আপাতত আমি খেলাটা উপভোগ করতে চাই।”

 

মেসি বর্তমানে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ ২০২৮ সাল পর্যন্ত। তাই অন্তত আরও কয়েক বছর মাঠেই দেখা যাবে তাকে। ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর তার জনপ্রিয়তা ছুঁয়েছে নতুন উচ্চতা।

 

‘আমেরিকা বিজনেস সামিট’-এর শেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি, যেখানে এর আগে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প, নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। অনুষ্ঠানে মায়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ মেসিকে শহরের প্রতীকী চাবি তুলে দেন।

 

মেসি বলেন, “মায়ামিতে আসার পর মানুষের ভালোবাসা আমাকে অভিভূত করেছে। এখানে থাকা, এখানে খেলা—সব কিছুই বিশেষ।”

 

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই নতুন চ্যালেঞ্জে নিজেকে মানিয়ে নিচ্ছেন মেসি। গত মৌসুমে এমএলএসে জিতেছিলেন এমভিপি খেতাব, আর চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন—২৯ গোল ও ১৯টি অ্যাসিস্টে মোট ৪৮ গোল অবদান তার। রেকর্ডধারী কার্লোস ভেলার থেকে মাত্র এক গোল পিছিয়ে।

 

শনিবার ন্যাশভিল এসসির বিপক্ষে গুরুত্বপূর্ণ প্লে–অফ ম্যাচে ইন্টার মায়ামির প্রধান ভরসা এই ৩৮ বছর বয়সী অধিনায়ক। তবে মাঠের বাইরে ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছেন ফুটবল–পরবর্তী জীবনের জন্য।

 

তার কথায়, “দুর্ভাগ্যবশত, একদিন সব শেষ হবে। আমি শিখতে চাই, নতুন এক জগতে নিজেকে সম্পৃক্ত করতে চাই।”
 

এই বিভাগের আরো খবর