বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

বিশ্বকাপের আগে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ সূচি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬  

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে সংক্ষিপ্ত ফরম্যাটে আরও একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। চলতি মাসের শেষদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাবর আজমদের দল। ইতোমধ্যে এই সিরিজের পূর্ণ সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

এর আগে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় দিয়ে সফর শুরু করলেও দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তৃতীয় ও শেষ ম্যাচে জয় পেয়ে সিরিজটি ১-১ সমতায় শেষ করে স্বাগতিক লঙ্কানরা।

 

আসন্ন পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে। সূচি অনুযায়ী আগামী ২৯ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যায় মাঠে গড়াবে ম্যাচগুলো। একদিন আগে, ২৮ জানুয়ারি, লাহোরে পৌঁছাবে মিচেল মার্শের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল।

 

এরপরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে বসবে এই বৈশ্বিক আসর। বিশ্বকাপে পাকিস্তান খেলবে ‘এ’ গ্রুপে—যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। অন্যদিকে অস্ট্রেলিয়া রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গে লড়বে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান।

 

এটি ২০২২ সালের মার্চ-এপ্রিলের পর তৃতীয়বারের মতো পাকিস্তান সফরে আসছে অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেশটিতে তিনটি ম্যাচ খেলেছিল অজিরা। গাদ্দাফি স্টেডিয়ামে এর আগে ২০২২ সালের ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া, যেখানে তারা ৩ উইকেটে জয় পেয়েছিল।

 

সিরিজটি নিয়ে পিসিবির চিফ অপারেটিং অফিসার সুমাইর আহমেদ সৈয়দ বলেন, ‘লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজ আয়োজন করতে পেরে আমরা রোমাঞ্চিত। এটি পাকিস্তান ক্রিকেটভক্তদের জন্য বছরের ব্লকবাস্টার সূচনা হতে যাচ্ছে। বিশ্বকাপের আগে এই প্রস্তুতিমূলক সিরিজে উভয় দলকেই সমর্থন জানাতে দর্শকদের আহ্বান জানাচ্ছি।’

 

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে গিয়ে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় পাকিস্তান—যা ছিল ২০০২ সালের পর তাদের প্রথম ওয়ানডে সিরিজ জয়। যদিও সেই সফরে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় তারা।

 

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে ২৮ বার। এর মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ১৪ ম্যাচে, পাকিস্তানের জয় ১২টিতে। একটি ম্যাচ টাই হয়েছে এবং একটি পরিত্যক্ত হয়েছে।

এই বিভাগের আরো খবর