রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৪

বিজয় নিশান

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২  

আ ক ম মোজাম্মেল হক
ঊনিশে মার্চের মহানায়ক,
উনিশে মার্চের ঘটনা
আজো অনেকের অজানা।

সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনা
মহান স্বাধীনতার প্রেরণা,
বিজয়ের অমর চেতনা
গাজীপুরে তার ঠিকানা।

হুরমত, নিয়ামত খাঁটি সোনা
স্বাধীনতা ছিল যাদের কামনা,
তাঁরা বীর মুক্তিসেনা
এদেশ তাঁদের রক্তে কেনা,
বিজয় নিশান উর্ধ্বে ধরি
তাঁদের মোরা স্মরণ করি।

পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
চেয়ারম্যান, কবি সংসদ বাংলাদেশ, স্থায়ী পরিষদ
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি

এই বিভাগের আরো খবর