সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২১ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

বিচার প্রক্রিয়ায় বড় অগ্রগতির আভাস দিলেন তাজুল ইসলাম

তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫  

আওয়ামী লীগ সরকারের সময়ের আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যেই দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার (৬ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

 

তাজুল ইসলাম বলেন, “আমি আগেই বলেছি, এই সপ্তাহেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার অগ্রগতি দেখা যাবে। তদন্ত রিপোর্ট জমা দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখনই বিস্তারিত বলতে চাই না, তবে অনেক কিছু ঘটতে যাচ্ছে, আপনারা দেখবেন।”

 

বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছ, এমন সমালোচনার জবাবে তিনি বলেন, “ফরমাল চার্জগুলোই আমাদের উত্তর। তদন্তের জন্য যে সময় প্রয়োজন ছিল, তা শেষ হয়েছে। এখন একের পর এক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হচ্ছে।”

 

চিফ প্রসিকিউটর আরও বলেন, “বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে গেছে। বহু মামলা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাতির প্রত্যাশা ছিল, যারা এই দেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচার হবে। আমরা সেই লক্ষ্যের পথেই আছি। আশা করছি, প্রত্যাশিত সময়ের মধ্যেই বিচার কার্যক্রম শেষ করা সম্ভব হবে।”

 

ওবায়দুল কাদেরের মামলার অগ্রগতি বিষয়ে প্রশ্ন করা হলে তাজুল ইসলাম বলেন, “সবকিছু একসঙ্গে হবে না, ধাপে ধাপে এগোবে। অনেক মামলা এখন পরিপক্ব পর্যায়ে রয়েছে। যথাসময়ে এর ফলাফল দেখা যাবে।”

 

তিনি আরও যোগ করেন, “কেউ পার পেয়ে যাবেন না, কাউকে দায়মুক্তিও দেওয়া হবে না। ন্যায়বিচার সব সময় তার নিজ গতিতেই চলে।”

 

গুমের মামলার তদন্ত শেষ হয়েছে কিনা জানতে চাইলে চিফ প্রসিকিউটর জানান, “গুমের মামলা অনেক। সব শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহেই দাখিল করা হবে। মামলাগুলো জটিল হওয়ায় খুঁটিনাটি যাচাই-বাছাই করা হচ্ছে। খুব শিগগিরই রিপোর্ট হাতে আসবে।”

 

প্রধান আসামি শেখ হাসিনার বিষয়ে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, “বাকিটা অচিরেই দেখতে পাবেন।

এই বিভাগের আরো খবর