বুধবার   ২১ জানুয়ারি ২০২৬   মাঘ ৮ ১৪৩২   ০২ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬  

বাংলাদেশের রাজনীতিতে অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী এবং ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অধ্যাপক আবু সাইয়িদ আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি দলটিতে অন্তর্ভুক্ত হন। এর আগে গত মঙ্গলবার তিনি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

 

অধ্যাপক আবু সাইয়িদ পাবনা-১ আসন থেকে ১৯৭৩ সালে প্রথম এবং ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারের আমলে তিনি অত্যন্ত দক্ষতার সাথে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় তিনি আওয়ামী লীগ, বাকশাল এবং পরবর্তীতে গণফোরামের হয়েও বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও দল চাইলে তিনি ধানের শীষ প্রতীকেই লড়াই করতে ইচ্ছুক।

 

যোগদান অনুষ্ঠানে অধ্যাপক আবু সাইয়িদ তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে দেশে যেভাবে উগ্রবাদের উত্থান ঘটছে, তাতে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে তিনি ঘরে বসে থাকতে পারেন না। তাঁর মতে, এই মুহূর্তে বিএনপিই একমাত্র রাজনৈতিক শক্তি যারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং সাধারণ মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সামর্থ্য রাখে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে স্বাগত জানিয়ে বলেন, আবু সাইয়িদের মতো অভিজ্ঞ রাজনীতিকের যোগদান দলের সাংগঠনিক শক্তিকে আরও সমৃদ্ধ করবে এবং দেশের ক্রান্তিকালে এটি একটি ইতিবাচক বার্তা।

এই বিভাগের আরো খবর