শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১১ ১৪৩২   ০৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

বাঁধন ঢাকা উত্তর জোনের কার্যকরী পরিষদ-২০২৬ গঠিত

মো:আতিক হাসান, বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬  

 

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ ঢাকা উত্তর জোনের কার্যকরী পরিষদ-২০২৬ গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থী  নাঈম উদ্দিন তৌকির এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী বোরহান মিয়া। এছাড়া কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে আছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. রকিবুল ইসলাম।

 

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বুটেক্সের অডিটোরিয়ামে বাঁধন ঢাকা উত্তর জোনের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২০২৬ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ছদরউদ্দীন আহমদ, অধ্যাপক মো. কামরুল হাসান, অধ্যাপক ড. এইচ. এম. আলিজ্জাহ, অধ্যাপক ড. মো. মশিউর রহমান খান এবং অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা। সভায় সভাপতিত্ব করেন বাঁধন ঢাকা উত্তর জোনের সাবেক সভাপতি মো. শিহাব শারার। 

 

সভায় নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি তামান্না আক্তার ও রাব্বানী হোসেন সম্রাট , সহ-সাধারণ সম্পাদক সামিয়া কবির স্বর্ণা , সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক নাফিউ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. তানজীর আহমেদ, কোষাধ্যক্ষ মো. লিমন ভূঁইয়া, দপ্তর সম্পাদক অনিন্দ্য বিশ্বাস অর্ঘ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক সানজিদুল হোসেন সাজিদ এবং তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক পিয়াল আহমেদ। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. তাসফিক উল্লাহ, কাজীউল ফুয়াদ আবির, শিহাব উদ্দিন মারুফ,  মো. সাইফুল খান, মো. সিফাত আহমেদ শাকিল ও তন্ময় আহমেদ।
সভায় বাঁধনের বিভিন্ন ইউনিটের কর্মী, স্বেচ্ছাসেবক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শেষাংশে সদ্য সাবেক কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

 

 নবনিযুক্ত সভাপতি নাঈম উদ্দিন তৌকির বলেন, এই দায়িত্ব আমার জন্য অত্যন্ত সম্মান ও মানবিক অঙ্গীকারের প্রতীক। বাঁধনের সকল সদস্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে স্বেচ্ছায় রক্তদানসহ সকল মানবিক কার্যক্রমকে আরও সংগঠিত, গতিশীল ও কার্যকরভাবে এগিয়ে নিতে চাই।

 

নবনিযুক্ত সাধারণ সম্পাদক বোরহান মিয়া বলেন, বাঁধন শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার একটি চলমান আন্দোলন। নবনির্বাচিত কমিটির প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি, তাদের নেতৃত্বে বাঁধন ঢাকা উত্তর জোন ভবিষ্যতে আরও শক্তিশালী ও সক্রিয় ভূমিকা পালন করবে।

এই বিভাগের আরো খবর