সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৫

ফেনী-১ আসনে প্রার্থী হতে পারেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫  

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন এ তথ্য জানিয়েছেন।  

 

বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলা বিএনপির ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি ইউনিয়নে উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটি গঠনের মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে।

 

ফখরুল আলম স্বপন জানান, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে। আসন্ন নির্বাচনে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন। তাঁর দাবি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১ আসন থেকেই প্রার্থী হবেন।

 

ফেনীর ফুলগাজী খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি। এ আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নতুন ঘোষিত কমিটিতে ফুলগাজী সদর ইউনিয়নের সভাপতি হয়েছেন মনির আহম্মদ এবং সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ মজুমদার। অন্যান্য ইউনিয়নগুলোতেও সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

সদস্যসচিব আবুল হোসেন বলেন, তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী করতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সামনে নির্বাচন ঘিরে নেতাকর্মীরা একসঙ্গে মাঠে কাজ করবেন।

এই বিভাগের আরো খবর