শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৩

ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল কলেজ ছাত্র মাহাদীর

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মে ২০২৪  

ফেনীতে বজ্রপাতে মাহাদী হাসান নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (১৯ মে) দুপুরে ফেনীর ছালনাইয়ার উত্তর কুহুমা গ্রামে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়।

জানা যায়, নিহত ওই শিক্ষার্থী ছালনাইয়ার উত্তর কুহুমা গ্রামের প্রবাসী আতিকুর রহমান মজুমদারের ছেলে। মাহাদী এবার এসএসসি পাস করে প্রথম বর্ষে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।


ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম বজ্রপাতে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বজ্রপাতে যুবক নিহত হওয়ার খবর শুনেছি। জানা গেছে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া হাসপাতালে এবং পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলেন হাসপাতালে আনার পূর্বে সে মারা গেছে। লাশ দাফনে প্রস্তুতি নিচ্ছে পরিবার।’

এই বিভাগের আরো খবর