শুক্রবার   ০৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২১ ১৪৩২   ১২ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫১

ফিলিস্তিন প্রশ্নে আগামী সপ্তাহে জাতিসংঘে ভোট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪  

আগামী ছয় মাসের মধ্যে 'অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলের অবৈধ উপস্থিতি' অবসানের দাবি জানিয়ে ফিলিস্তিনিদের একটি খসড়া প্রস্তাব নিয়ে আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হতে পারে।

খসড়া প্রস্তাবটির প্রধান লক্ষ্যকে জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) একটি পরামর্শক কমিটি স্বাগত জানিয়েছে। এতে ফিলিস্তিনি ভূমিতে ইসরাইলি 'দখলদারিত্ব' এবং ইসরাইলি বসতি স্থাপনকে অবৈধ হিসেবে অভিহিত করে প্রত্যাহার করা উচিত বলে অভিমত প্রকাশ করা হয়েছে।

জাতিসংঘে সর্বোচ্চ আদালত আইসিজে বিশ্ব আদালত হিসেবেও পরিচিত। তাদের সুপারিশে ইসরাইলি প্রত্যাহার 'যত তাড়াতাড়ি সম্ভব' করতে বলেছে। তবে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের প্রস্তাবে ছয় মাসের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।

আরব গ্রুপ, ইসলামি সহযোগিত সংস্থা এবং জোট নিরপেক্ষ আন্দোলন সোমবার ১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসঙ্ঘ সাধারণ পরিষদকে ১৮ সেপ্টেম্বর ভোটাভুটি আয়োজন করার আহ্বান জানিয়েছে। তবে ভোটাভুটির আগে আট পৃষ্ঠার খসড়া প্রস্তাবটির ভাষায় পরিবর্তন আনা যেতে পারে।

এই বিভাগের আরো খবর