শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

ফাঁদে ফেলে সাংবাদিক অপহরণ, গাজীপুরে নতুন অপরাধচক্র আলোচনায়

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন 

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫  

গাজীপুরের কালিয়াকৈরে এক সাংবাদিককে অপহরণ, দীর্ঘ ২৪ ঘণ্টা আটকে রেখে নির্যাতন এবং টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নাইমুর রহমান দুর্জয়, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার। তার অভিযোগ, এক পরিচিত নারীসহ চারজন মিলে পরিকল্পিতভাবে তাকে ফাঁদে ফেলে অপহরণ করে নির্জন ঘরে আটকে রেখে নির্মম মারধর করা হয়।

 

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের গাজীপুর–টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি নির্জন এলাকায়।

 

অভিযোগ অনুযায়ী, পরিচিত নারী তাহরিমা জান্নাত সুরভী সংবাদ দেওয়ার কথা বলে দুর্জয়কে দেখা করতে ডাকেন। বিমানবন্দর এলাকা থেকে মোটরসাইকেলে তুলে তিনি দুর্জয়কে গাজীপুরের দিকে নিয়ে যান। পরে ভোগড়া বাইপাস হয়ে সফিপুর এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন যুবক তাদের পথরোধ করে দুর্জয়ের ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

 

পরবর্তীতে চারজন দুর্জয়কে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে গাজীপুরের আন্দারমানিক রোডের একটি বাসায় নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে লাঠি, রড ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। ভয়-ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা আদায় করা হয়। দুর্জয়ের পরিচিতদের ফোন করে ৫০ হাজার টাকা আনতে বাধ্য করে এবং ওই টাকা থেকে ৪৫ হাজার ২০০ টাকা বিভিন্ন নম্বরে ট্রান্সফার করা হয়। তার কাছে থাকা ৪ হাজার ৫৭০ টাকা নগদও লুটে নেয়।

 

এছাড়া অভিযোগে বলা হয়েছে, দুর্জয়ের গলায় পরিচয়পত্র ঝুলিয়ে তাকে দিয়ে জোরপূর্বক ইয়াবা বিক্রির অভিনয় করিয়ে ভিডিও ধারণ করা হয়, যা পরে ব্ল্যাকমেইলে ব্যবহারের ভয় দেখানো হয়।

 

প্রায় ২৪ ঘণ্টা ধরে চলা ভয়াবহ নির্যাতনের পর বুধবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে ছেড়ে দেয় চক্রটি। মুক্তি পাওয়ার পরও তাকে খুন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়া বলে দাবি দুর্জয়ের।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি মৌচাক পুলিশ ফাঁড়িতে জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

 

গাজীপুর জুড়ে এই ঘটনাটি ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। সাংবাদিক নিরাপত্তা ও অপরাধী চক্র শনাক্তে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল।

 

এই বিভাগের আরো খবর