বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৭

প্লাস্টিক সার্জারির প্রশ্নে কী বললেন পূজা চেরী?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪  

সম্প্রতি একটি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পূজা চেরী। অনুষ্ঠানে পূজার কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সেসব ছবিতে ঢালিউডের এই নায়িকাকে একটু অন্য রকম দেখাচ্ছে।
নেটিজনদের মতে, সেইসব ছবিতে একটু পরিণত বয়স মনে হয়েছে পূজাকে। নেটিজেনদের অনেকেই মনে করছেন, পূজা চেরী প্লাস্টিক সার্জারি করেছেন। এ নিয়ে ফেসবুকে বিভিন্ন গ্রুপে ছবির নিচে নানাভাবে বিশ্লেষণ করছেন নেটিজেনরা।

নেটিজেনদের বেশ কিছু প্রতিক্রিয়া চোখে পড়েছে পূজা চেরীরও। এ ব্যাপারে পূজার ভাষ্য, ফেসবুকে মানুষের মন্তব্য দেখে আমি অবাক হয়েছি। আমি সার্জারি করিনি। কারণ, জেনেবুঝে কেন আমি নিজের ক্ষতি করব। এ কাজ কোনো দিনই করতে চাই না আমি।

পূজা আরও বলেন, দিন, মাস, বছর যাচ্ছে, আমার চেহারার পরিবর্তন আসছে। ছোটবেলায় আমার ভরাট মুখমণ্ডল ছিল, এখন তো আর থাকবে না সেটি। ১৬-১৭ বছর বয়সে আমার চেহারায় বালিকা বালিকা যে ব্যাপারটা ছিল, এখন তো আর সেটি থাকার কথা নয়।

এদিকে, বর্তমানে পূজার হাতে কোনও সিনেমা নেই। তিনটি চিত্রনাট্য হাতে আছে এই অভিনেত্রীর। সেগুলো পড়ছেন আপাতত। হয়তো শিগগিরই ভালো খবর দর্শকদের জানাবেন তিনি।  

এই বিভাগের আরো খবর