সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫   পৌষ ৮ ১৪৩২   ০২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাযায় গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫  

রাজধানীর শীর্ষস্থানীয় দুই গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এখন পর্যন্ত ৩১ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজ সকাল পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হলো।

 

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে: ১. মো. কাশেম ফারুক: বগুড়ার আল-জামিয়া আল-ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্র। বর্তমানে ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। ২. মো. সাইদুর রহমান: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের বাসিন্দা। ৩. রাকিব হোসেন: শেরপুরের বাসিন্দা এই তরুণ সরাসরি ভাঙচুর ও অগ্নিসংযোগে অংশ নেন। তিনি হামলার ধ্বংসস্তূপের ছবি তুলে নিজের ফেসবুক আইডি থেকে উসকানিমূলক পোস্টও করেন। ৪. মো. নাইম: লুণ্ঠিত টাকাসহ কুমিল্লা থেকে গ্রেপ্তার। ৫. ফয়সাল আহমেদ প্রান্ত। ৬. মো. সোহেল রানা: কারওয়ান বাজার এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন আইনে ১৩টি মামলা রয়েছে। ৭. মো. শফিকুল ইসলাম: তাঁর বিরুদ্ধেও অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের দুটি মামলা রয়েছে।

 

এ ছাড়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও ডিবি আরও দুজনকে গ্রেপ্তার করেছে, যাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মো. নাইম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, হামলা চলাকালে তিনি মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুট করেছিলেন। সেই টাকা দিয়ে তিনি মোহাম্মদপুর থেকে একটি টিভি ও একটি ফ্রিজ কেনেন। পুলিশ ইতিমধ্যে সেই টিভি ও ফ্রিজ উদ্ধার করেছে এবং তাঁর কাছ থেকে অবশিষ্ট ৫০ হাজার টাকা জব্দ করেছে।

 

 

বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনী প্রধান উপদেষ্টাকে জানায়, চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারী তিনজনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতেও সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর