রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ২৪ ১৪৩১   ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৭

প্রত্যন্ত এলাকায় বন্যার্তদের মাঝে নাওটি যুব সমাজের ত্রাণ বিতরণ

রিয়াদ হোসাইন স্টাফ রিপোর্টারঃ

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪  

লাকসাম ও মনোহরগঞ্জ প্রত্যন্ত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে  ছাত্র ও যুব সমাজের-কর্মীরা। গত ২৭ ও ২৮ আগস্ট এসব ত্রাণ বিতরণ করা হয়।

ছাত্র ও যুব সমাজের দেওয়া ত্রাণগুলোর মধ্যে রয়েছ- চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, তেল, হলুদ, মরিচসহ রান্নার জন্য প্রয়োজনীয় সামগ্রী। এছাড়াও, নিত্য প্রয়োজনীয় খাদ্যসমগ্রী, শুকনো খাবার, বিস্কুট, গুড়-মুড়ি, খাবার পানি, খাবার স্যালাইন, বয়স্ক ও বাচ্চাদের জন্য জামাকাপড়, স্যানিটারি ন্যাপকিন, প্রয়োজনীয় ওষুধসহ প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য প্রয়োজনীয় রসদ। উক্ত ত্রাণ কার্যক্রমের নেতৃত্ব প্রদান করেন শাহাজালাল, এমরান, সাব্বির,মিলন,নয়ন এছাড়াও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন ইব্রাহিম । এলাকাবাসী জানান, বন্যা কবলিত এলাকায় প্রথম থেকেই ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছে ছাত্র ও যুব সমাজ। এরই অংশ হিসেবে আমরা লাকসাম ও মনোহরগঞ্জ বিভিন্ন উপজেলার একেবারে প্রত্যন্ত অঞ্চলে প্রবেশ করি ও বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করি।  ছাত্র ও যুব সমাজের নির্দেশনায় বন্যাকবলিত এলাকায় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ত্রাণ কর্মসূচি চলমান আছে।

এই বিভাগের আরো খবর