শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৪

প্রতিপক্ষ বাংলাদেশ; পাকিস্তান কোচের ‘অন্যরকম’ বার্তা

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩  

চলতি বিশ্বকাপে ছয় ম্যাচে দুই জয়ে এখনও পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন টিকে আছে বটে, তবে অনেক যদি-কিন্তুর ওপর। এবার তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। ইডেন গার্ডেন্সে মুখোমুখি হওয়া দলটির অবস্থাও খুব একটা সুবিধার নয়। ছয় ম্যাচে বাংলাদেশের জয় কেবল একটি, সবশেষ হারতে হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে। এই ম্যাচের আগে পাকিস্তান কোচ গ্র্যান্ড ব্রেডবার্নের মুখে অবশ্য বাংলাদেশের জন্য সমীহই ছিল।  

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশ এখানকার বাকি নয়টি কোয়ালেটি দলের মতোই একটা। আমাদের তাদের হারানোর দৈব ক্ষমতা নেই। আমরা জানি, এদের ভেতর যেকোনো দলকে হারাতে গেলে ভালো খেলতে হবে। আমরা এটাও জানি, যখন একই সঙ্গে তিনটা পার্টেই ভালো খেলতে পারবো; টুর্নামেন্টের যেকোনো দলকে হারাতে পারবো।’

‘বাংলাদেশের জন্য অনেক বেশি সম্মান আছে আমাদের। তাদের দলে কোয়ালেটি ক্রিকেটার আছে। আমাদের বিশ্বাস তাদের দুর্বলতা বের করে সেটা কাজে লাগাতে পারবো, এটাও জানি তাদের শক্তির জায়গাটা কোথায়। এজন্য আমরা বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য ভালোভাবেই তৈরি। একই সঙ্গে নিজেদেরকে আয়নাতে দেখছি এটা নিশ্চিত করতে, যেন একসঙ্গে হয়ে আমরা সেরা পারফরম্যান্সটা দিতে পারি।’

এই বিভাগের আরো খবর