বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫   বৈশাখ ২৪ ১৪৩২   ১০ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৯

পুষ্পা ছবির গানের তালে নেচে ভাইরাল ডেভিড ওয়ার্নারের মেয়েরা

বিনোদন ডেস্ক    

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২  

শুধু তাই নয় এ সিনেমার গানগুলোও ভক্তদের মনে দাগ কেটেছে। সিনেমার বহুল আলোচিত গান ‘সামি সামি’। এ গানে রেশমিকা মন্দানার নাচ ও এক্সপ্রেশন নজর কেড়েছে সবার। প্রায় প্রতিদিনই কোনো না কোনো ভিডিও ভাইরাল হচ্ছে এই নাচকে কেন্দ্র করে।

 

এবার ভাইরাল অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের মেয়েদের নাচ। এই ক্রিকেটার তার ইন্সটাগ্রামে রোববার (২৩ জানুয়ারি) একটি ভিডিও শেয়ার করেন। তাতে দেখা যায় ডেভিডের মেয়েরা ‘সামি সামি’ গানেন তালে নাচছেন।

 

ভারত ও দেশটির কৃষ্টি কালচার খুবই প্রিয় ডেভিড ওয়ার্নারের। বিশেষ করে ভারতীয় সিনেমা এবং সংগীতের প্রতি অনুরক্ত তিনি। সেই ভালোলাগার ব্যাপারটি নিজের একার মধ্যে সীমাবদ্ধ না রেখে স্ত্রী ক্যান্ডিসসহ পুরো পরিবারে ছড়িয়ে দিয়েছেন। তারই প্রমাণ মিললো তার মেয়েদের নাচের ভিডিওতে।

 

ডেভিডের মেয়ে আইভি মে ওয়ার্নার, ইন্ডি রাই ওয়ার্নার এবং ইসলা রোজ ওয়ার্নার আল্লু অর্জুন এবং রেশমিকার এই গানটি খুবই পছন্দ করেছে। ভিডিওতে তিন মেয়েকে তাদের স্নানের পোশাকে ‘সামি সামি’র সুরে নাচতে দেখা গেছে।

ক্রিকেটার ভিডিওটির ক্যাপশনে বলেছেন, ‘মা এবং বাবার আগেই মেয়েরা ‘সামি সামি’ গানটিতে নাচের চেষ্টা করেছে।’

এই বিভাগের আরো খবর