মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২৯ ১৪৩২   ২৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৩

পবিপ্রবিতে আইন ও ভূমি প্রশাসন অনুষদের ইফতার ও দোয়া মাহফিল 

আশিকুর রহমান পবিপ্রবি

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩  

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজক ব্যাচ হিসেবে ছিলেন উক্ত অনুষদের ৫ম ব্যাচ নোভাস-০৫।
বৃহস্পতিবার(৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ- সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম মাসুম, সহকারী অধ্যাপক আশিকুর রহমান ও সহকারী অধ্যাপক সউদ বিন আলম প্রতীক। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত অনুষদের সকল শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন ও উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, রোজা মানে শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, রোজা হলো এমন এক ধরনের সংযম যা সকল খারাপ আচরণ, অন্যায় কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা। এছাড়াও তিনি রোজার গুরুত্ব উপলব্ধি করে রোজা ও উপবাসের বিজ্ঞানসম্মত দিকটিও তুলে ধরেন।

এই বিভাগের আরো খবর