মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

ন্যানিকে হারানোর শোক আজও তাড়া করে আলিয়াকে

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬  

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের কাছে সড়ক নিরাপত্তা কেবল কোনো সচেতনতামূলক প্রচারণা নয়, বরং এটি তাঁর জীবনের এক গভীর ক্ষত। মাত্র ১২ বছর বয়সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি তাঁর ন্যানিকে (আয়া) হারিয়েছিলেন, যিনি ছিলেন তাঁর পরিবারের সদস্যের মতো। সম্প্রতি একটি অনুষ্ঠানে অমিতাভ বচ্চন ও ভিকি কৌশলের উপস্থিতিতে সেই স্মৃতি রোমন্থন করেন আলিয়া।

 

তিনি জানান, সেদিন মোটরসাইকেলে মন্দিরে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় তাঁর ন্যানি প্রাণ হারান। তাঁর মাথায় হেলমেট ছিল না। এই ঘটনা আলিয়ার মনে এতটাই প্রভাব ফেলে যে, আজও তিনি গাড়ির পেছনের সিটে বসলেও সিটবেল্ট বাঁধতে ভুল করেন না। আলিয়া বলেন, "তখন আমার মা সব সময় আমাদের নিরাপত্তা নিয়ে অস্থির থাকতেন। এখন নিজে মা হওয়ার পর আমি বুঝতে পারি কেন মা ওইসব বিষয় নিয়ে এত কড়াকড়ি করতেন।"

 

বর্তমানে মেয়ে রাহাকে নিয়ে আলিয়ার জীবন আবর্তিত হচ্ছে। মাতৃত্ব তাঁকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আলিয়া ও রণবীর কাপুর সিদ্ধান্ত নিয়েছেন, রাহাকে তাঁরা কখনোই একা রাখবেন না; কাজের প্রয়োজনে একজন বাইরে থাকলে অন্যজন অবশ্যই মেয়ের পাশে থাকবেন। মা হওয়ার এই নতুন অনুভূতিই তাঁকে শৈশবের সেই ভয় আর বর্তমানের সতর্কতার গুরুত্ব নতুন করে বুঝিয়ে দিচ্ছে।

এই বিভাগের আরো খবর