শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৫

নুরুল ইসলাম মানিকের লেখা দেশের গান গাইলেন সুজিত মোস্তফা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২  

গীতিকার নুরুল ইসলাম মানিকের লেখা একটি দেশের গান গেয়েছেন বিশিষ্ট সংগীতশিল্পী সুজিত মোস্তফা। ‘যেদিন আমার চোখে শেষ ঘুম আসবে নেমে, যেদিন এ কণ্ঠ থেকে সব সুর যাবে থেমে, ও আমার বাংলাদেশ’- কথার গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফয়সাল আহমেদ। গানটি ১৫ ডিসেম্বর জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

গানটি সম্পর্কে গীতিকার নুরুল ইসলাম মানিক বলেন, ‘সুজিত মোস্তফা আমার পছন্দের একজন অন্যতম শিল্পী, তার কণ্ঠের প্রায় সব গানই আমার প্রিয়। আমার লেখা এবারের দেশের গানটি তিনি বেশ যত্ন নিয়ে গেয়েছেন। গানটি শুনে এরই মধ্যে অনেকে প্রশংসা করেছেন। আশা করছি সব শ্রেণির শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।


অন্যদিকে গানের সুরকার ফয়সাল আহমেদ বলেন, সুজিত মোস্তফার কণ্ঠে দেশের গানটি দারুণ হয়েছে। গানের কথাগুলো যে কারো হৃদায় ছুঁয়ে যাবে।

এই বিভাগের আরো খবর