রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৭ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৬

নীলফামারীতে শিক্ষা বিভাগের কর্মচারীদের কলম বিরতি

নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০  

নীলফামারীতে সচিবালয়ের সাথে পদবী বৈষম্যের নিরসনকল্পে কলম বিরতি ও অবস্থান কর্মসুচী পালন করেছেন শিক্ষা বিভাগের কর্মচারীরা। মঙ্গলবার (২২ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ের সামনে এই কর্মসুচি পালন করেন শিক্ষা বিভাগের কর্মচারীরা। এতে বক্তব্য  প্রদান করেন বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ নীলফামারী জেলা কমিটির সভাপতি আতাউর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আশেয়া সিদ্দিকা ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ।

এসময় বক্তারা বলেন, সচিবালয়ের সাথে পদবী বৈষম্য নিরসনকল্পে সংসদীয় কমিটি সুপারিশ ও দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মত দিয়েছে কিন্তু সেটি আজো দৃশ্যমান হচ্ছে না। যার কারণে “এক দফা এক দাবী, বৈষম্যহীন পদ পদবী” শ্লোগানে আন্দোলনে মাঠে নেমেছি আমরা শিক্ষা বিভাগের কর্মচারীরা। এই আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছেন উচ্চমান সহকারী, প্রধান সহকারী, হিসাব রক্ষক, ডাটা এন্ট্রি অপারেটর পদের চাকুরীজীবীরা। উল্লেখ্য গত ১৭ডিসেম্বর থেকে এই কর্মসুচী শুরু হয় এবং আগামী ২৪ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। আন্দোলন চলাকালে দাফতরিক কাজে যুক্ত থাকবেন না আন্দোলকারীরা।

এই বিভাগের আরো খবর