শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৭

নির্বাচন সংস্কার: নিম্নকক্ষ আসনভিত্তিক, উচ্চকক্ষ পিআর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫  

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, “নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর (Proportional Representation) পদ্ধতিতে। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। তবে এটি হওয়া সময়ের দাবি।”

তিনি আরও বলেন, ঐক্যমত্যের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সুজন (সুশাসনের জন্য নাগরিক) আয়োজিত মতবিনিময়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি, ইয়ুথ লিডার, স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার আশাবাদ ব্যক্ত করেন যে নির্বাচনী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

এই বিভাগের আরো খবর