বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭

নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬  

মঙ্গলবার রাতে রাজধানীর বাড্ডায়  গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, তবে তা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ের দিকে লক্ষ্য করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যে সংঘটিত হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে কিছু পোস্টে দাবি করা হয়, নাহিদ ইসলামের অফিসে গুলি হয়েছে। পোস্টগুলো দ্রুত ভাইরাল হয়ে পড়লে তা জনমনে বিভ্রান্তি ছড়ায়।

 

এই পরিস্থিতিতে বিকেল পাঁচটার দিকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা প্রকাশ করে এনসিপি। এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম জানিয়েছেন, “বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল গুলির ঘটনা ঘটেছে। এটি নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে।”

 

পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, উত্তর বাড্ডায় একটি আবাসন কোম্পানির কার্যালয়কে লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয়েছে। তিনি আরও জানান, “যেখানে গুলির ঘটনা ঘটেছে সেখানে গত নভেম্বর পর্যন্ত এনসিপির একটি কার্যালয় ছিল। তবে নভেম্বরে এনসিপির ওই কার্যালয়টি স্থানান্তর করে আফতাবনগর এলাকায় নেওয়া হয়। এটি কোনোভাবেই বলা যাবে না এনসিপির কার্যালয়কে লক্ষ্যবস্তু বানিয়ে গুলি করা হয়েছে।”

 

পুলিশের বরাত দিয়ে জানা গেছে, সেখানে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। 

এই বিভাগের আরো খবর