রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪১১

নারীদের নিয়ে ‘অশ্লীল’ কথায় বিপাকে হানি সিং

তরুণ কন্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই ২০১৯  

 

গানে নারীদের নিয়ে ‘অশ্লীল’ কথা ব্যবহার করে বিপাকে পড়লেন জনপ্রিয় বলিউড গায়ক হানি সিং। তার ‘মাখনা’ শিরোনামের গানটির বিরুদ্ধে পাঞ্জাব মহিলা কমিশন রাজ্য প্রশাসন ও পুলিশের কাছে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে। এতে আইনি ঝামেলায় জড়াতে পারেন হানি সিং। খবর আনন্দবাজার পত্রিকার।

অভিযোগে বলা হয়েছে, মাখনা গানে নারীদের সম্পর্কে যে কথাগুলো ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত অপমানজনক। পুলিশের বিষয়টি নিয়ে হানি সিং ও টি সিরিজের চেয়ারম্যান ভূষণ কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিৎ। গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গানের দৃশ্যও আপত্তিজনক বলে মত প্রকাশ করে তা নিষিদ্ধ করার দাবিও জানান মনীষা গুলাটি।

টি-সিরিজের ব্যানারে গত ডিসেম্বরে ‘মাখনা’ রিলিজ হয়। গানটি গেয়েছেন হানি সিং, নেহা কক্করসহ কয়েকজন। পাঞ্জাব মহিলা কমিশনের চেয়ারপারসন মনীষা গুলাটি বিষয়টি স্বতপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করেছেন। তিনি বিষয়টি নিয়ে হানি সিংয়ের বিরুদ্ধে, পাঞ্জাবের অতিরিক্ত মুখ্যসচিব, ডিজিপি ও আইজি-কে ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশ করেছেন।

এই বিভাগের আরো খবর