শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৪

নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ কাওছার আহম্মেদ রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি 

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৪  

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন  পুকুরের পানিতে ডুবে সুমি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের মধ্য চরমোন্তাজ গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটি উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মাইনউদ্দিন ফকিরের মেয়ে।

জানা যায়, শিশুটি তার নানা বাড়িতে খালার সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। বুধবার দুপুরে শিশুটা একা গোসল করতে যায় পুকুরে। তাকে নানা বাড়ির কেউ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পরে তাকে কোথাও দেখতে না পেলে পুকুরে ভাসতে দেখে শিশুটির নানি।

পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চরমোন্তাজ বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরো খবর