শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫২

দেশের উন্নয়নের প্রথম শর্ত দেশপ্রেম: সিনিয়র সচিব এবিএম শাহজাহান

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৬  

দেশের সার্বিক উন্নয়নের জন্য সবার আগে প্রয়োজন দেশপ্রেম, এমন মন্তব্য করেছেন সিনিয়র সচিব এবিএম শাহজাহান। তিনি বলেন, জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি হলো সৎভাবে রাজস্ব প্রদান এবং কর ব্যবস্থায় নাগরিকদের আন্তরিক অংশগ্রহণ।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মতিঝিলে ভ্যাট ও ট্যাক্স প্র্যাকটিস অ্যান্ড কমপ্লায়েন্স বিষয়ে ছয় মাসব্যাপী পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সিনিয়র সচিব বলেন, জাতীয় পর্যায়ে রাজস্ব আদায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হয়। এজন্য দেশের সকল করদাতা নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে কর প্রদানে আগ্রহী হতে হবে এবং কর ফাঁকির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন, ১৯৯১ সালে প্রবর্তিত ভ্যাট ব্যবস্থা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

 

অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি ও বক্তারা বলেন, সঠিক পদ্ধতিতে ভ্যাট ও ট্যাক্স প্রদান করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। একই সঙ্গে জনগণকে কর প্রদানে উদ্বুদ্ধ করা ভ্যাট ও ট্যাক্স প্র্যাকটিশনারদের পেশাগত দায়িত্ব। তারা বলেন, দেশপ্রেম ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় এবং দুর্নীতি দমনে সব প্রতিষ্ঠানকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

 

৬ ডি বিজ সল্যুশন কনসালটেন্সি ফার্ম আয়োজিত এই ডিপ্লোমা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবিএম শাহজাহান। তিনি কোর্সটির সফলতা কামনা করেন।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ৬ ডি বিজ সল্যুশনের ব্যবস্থাপনা পার্টনার ও আয়কর আইনজীবী মো. মাহমুদুল হাসান বলেন, ভ্যাট ও ট্যাক্স প্র্যাকটিস অ্যান্ড কমপ্লায়েন্সকে একটি স্বীকৃত পেশা হিসেবে প্রতিষ্ঠা করা জরুরি। তিনি বলেন, “আমরা রাজস্ব আদায়ের যোদ্ধা হিসেবে কাজ করছি। কর প্রদান সহজ করা এবং স্বেচ্ছায় কর প্রদানে মানুষকে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য।” তিনি দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনের ওপরও গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একেএম দেলোয়ার হোসেন (এফসিএমএ), ড. নুরুল আজহার (প্রেসিডেন্ট, বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশন), মো. সাইফুল ইসলাম (এফসিএ) এবং এনবিআরের রাজস্ব কর্মকর্তা আসিফ আহমেদসহ আরও অনেকে।

এই বিভাগের আরো খবর