মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬  

যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতিতে আবারও কঠোর অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যের ওপর বিদ্যমান ১৫ শতাংশ শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার (২৬ জানুয়ারি) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ এক পোস্টে ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার আইনসভা যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি কার্যকর করতে ব্যর্থ হওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

ট্রাম্প তাঁর পোস্টে উল্লেখ করেন, "চুক্তি কার্যকর করা তাদের অধিকার, তবে তা না করা পর্যন্ত আমরা শুল্ক বৃদ্ধি অব্যাহত রাখব।" এই নতুন শুল্ক বিশেষ করে গাড়ি, কাঠ, ওষুধ এবং ইলেকট্রনিক্স পণ্যের ওপর কার্যকর হবে। ২০২৪ সালের তথ্যমতে, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে প্রায় ১৩২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যার বড় অংশই গাড়ি ও সেমিকন্ডাক্টর। ফলে এই শুল্ক বৃদ্ধির প্রভাবে মার্কিন বাজারে এসব পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

তবে ট্রাম্পের এই একক সিদ্ধান্তের পথে আইনি বাধা আসার সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট কোনো দেশের ওপর প্রেসিডেন্টের এভাবে ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা আছে কি না, তা নিয়ে বর্তমানে মার্কিন সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে। আদালতের রায় সরকারের বিপক্ষে গেলে ট্রাম্পের এই ঘোষণা বাস্তবায়ন করা কঠিন হতে পারে। এর আগে ট্রাম্প কানাডার পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, যা বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরি করেছে।

এই বিভাগের আরো খবর