রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪২

টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গোডাউনে অগ্নিকান্ড

বি এ রায়হান, গাজীপুর:

প্রকাশিত: ২৩ মার্চ ২০২১  

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ২৩ মার্চ রাত তিনটার দিকে টঙ্গী মিলগেট তুসকা গার্মেন্টস সংলগ্ন বর্জতুলা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় সাতটি গোডাউনের সব মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটা ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে এবং তুসকা গার্মেন্টসের একাদিক ফায়ার হোসপাইপের সহযোগীতায় প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ইকবাল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটা ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করি যেহেতু বর্জতুলার গোডাউন তাই একটু বেশি সময় নিয়ে কাজ করতে হয়। এছাড়াও পার্শবর্তী শিল্প প্রতিষ্টানের একাদিক হোসপাইপ ও পানির সহযোগীতায় প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এই বিভাগের আরো খবর