রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৮

টঙ্গীতে মাক্স পরিধান ক্যাম্পেইন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ

বি এ রায়হান, গাজীপুর:

প্রকাশিত: ২২ মার্চ ২০২১  

মাস্ক পড়ার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে সোমবার সকালে টঙ্গী পূর্ব থানা এলাকায় মাক্স পরিধান ও উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 

এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে ও আইজিপি স্যারের নির্দেশে আমরা জনসচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মানুষের অসাবধানতার কারনে করোনা সংক্রমণ হার উর্ধ্বমুখী হচ্ছে। আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যুও সংখ্যাও। কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না কেউ মাস্ক ছাড়াই অফিস, আদালত, বাজার, গনপরিবহনে চলাফেরা করছে মানুষ। সামাজিক দুরত্বের কোথাও কোন বালাই নেই। 

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্লাহ খান (পিপিএম)। উপ-পুলিশ কশিশনার (অপরাধ দক্ষিন) ইলতুৎ মিস, উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) জাকির হোসেন, উপ-সহকারি পুলিশ কমিশনার হাসিবুল আলম, সহকারি পুলিশ কমিশনার (গাছা জোন) আহসানুল হক, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম, টঙ্গী পূর্ব থানার অফিসার ইসচার্জ জাবেদ মাসুদ সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ । 

এই বিভাগের আরো খবর