শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৮

জবি ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অ্যালামনাই ২য় পুনর্মিলনী উৎসব 

আহমেদ সানি 

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী দ্বিতীয় পুনর্মিলনী ২০২৩ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

(শুক্রবার) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বেলা ১১টার দিকে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, আমরা সবাই এই দেশের মানুষ এবং দেশটা আমাদের সকলের। সকলেই দেশের ভালো চাই। রাজনৈতিক মতভেদ থাকলেই পারে কিন্তু দেশ যে এগিয়ে যাচ্ছে তা স্বীকার করতে হবে। 

মন্ত্রী আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার অনেক স্মৃতি জড়িত রয়েছে। ১৯৭৪ সালে আমার স্ত্রী এই প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুবাধে এখানে প্রথম আসা হয়েছিল। তখন দেখেছিলাম বিশ্ববিদ্যালয়ের এই পুরোনো ভবনটি (প্রশাসনিক ভবন) দেখেছিলাম। আজকে সেই স্মৃতিই মড়ে পড়ছে। খুব ভালো লাগছে আমার, আবার ছাত্রদের মাঝে ফিরে আসতে পেরে।

টিপু মুনসি বলেন, আপনাদের সকলের এক সাথে আড্ডা দেওয়া, গ্রুপ ছবি তুলতে দেখে ভালো লাগলো। এটা ভালো লাগারই কথা, অনেকদিন পর পুরোনো বন্ধুদের ফিরে পাওয়া।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, সারা দুনিয়ায় অ্যালমনাইরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অবদান রাখে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর সেই কথা অনুযায়ী আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনারা আমাদের একাডেমিক ভাবেও দিকনির্দেশনা দিবেন। 

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ বলেন, ম্যানেজমেন্ট বিভাগের এ সুন্দর আয়োজন আমাদের উজ্জীবিত করেছে। এ বিশ্ববিদ্যালয়ের যেহেতু হল নেই, আমি আশাকরি অ্যালমনাই ভূমিকা রাখবে। 

আরও বক্তব্য দিয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের এমবিএ প্রোগ্রামের ডিরেক্টর অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, শিক্ষকদের প্রতি আমাদের শিক্ষার্থীদের সম্মান দেখলে আমি আপ্লুত হয়ে যায়। 

ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিন বলেন, ইতোমধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলোড়ন সৃষ্ঠি করেছে। তারা বিশ্বকাপ ফুটবল কাপ প্রদর্শনীতে স্পনসর করেছে। তাছাড়াও বিভিন্ন মানবিক ও সমাজ সেবামূরক কাজের মাধ্যমে মানুষের পাশে থেকেছে। ভবিষ্যতেও যেন তারা মানুষের পাশে থাকে এ প্রত্যাশা করি।

পুনর্মিলনী অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদুল ইসলাম পল্লব বলেন, গতকাল সারাটা রাত ছিল স্বপ্নের রাত,আজ আমাদের উৎসবের দিন। বাংলাদেশের একমাত্র অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যাম্পাসের শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সর্বোচ্চ অবদান রাখে। আমরা নতুন ক্যাম্পাসে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সৃষ্টিশীল কাজ করতে চাই সবসময়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বুকে ধারণ এগিয়ে যাব বিশ্বে।

পুনর্মিলনী অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদুল ইসলাম পল্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম মোস্তফা, শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের ডিরেক্টর শেখ মো: আজহার ও অ্যাসোসিয়েশনের সদস্য সচিব জনাব মো. ফারুক বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিদের ক্রেস্ট, বিশেষ স্মরণিকা প্রদান করা হয়। এছাড়াও সাবেক জগন্নাথ কলেজের শিক্ষকদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও অ্যালামনাই এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর