রোববার   ২৩ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৯ ১৪৩২   ০২ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

জবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

জবি প্রতিনিধি,

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫  

ভূমিকম্পে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় এবং ঝুঁকি নিরূপণ ও পরবর্তী কার্যক্রম পরিচালনার স্বার্থে সামগ্রিক ক্যাম্পাস পরিস্থিতি পর্যালোচনার জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিনের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আগামী ৩০শে নভেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু হলেও ৪ঠা ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সরাসরি ক্লাস। এছাড়াও কেন্দ্রীয়  ও উন্মুক্ত লাইব্রেরী, শিক্ষার্থীদের পরিবহন বন্ধ রাখার এবং একমাত্র আবাসিক হল 'নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পৌঁছে দিতে বিভাগীয় শহরগুলোতে বাস ছেড়ে যাবে।


রবিবার (২৩শে নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শারমীন, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, সকল ইনস্টিটিউটের পরিচালক, সকল বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রধান নির্বাচন কমিশনার (জকসু) এবং প্রক্টর উপস্থিত ছিলেন।


সভার সিদ্ধান্ত অনুযায়ী, সাম্প্রতিক ভূমিকম্পে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় এবং ঝুঁকি নিরূপণ ও পরবর্তী কার্যক্রম পরিচালনার স্বার্থে সামগ্রিক ক্যাম্পাস পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগামীকাল সোমবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে পরিচালনা করার সিদ্ধান্তও নেয়া। 


এছাড়াও, ভূমিকম্প-পরবর্তী বিভিন্ন ভবন পরিদর্শন ও মূল্যায়ন করে প্রতিবেদন দাখিল করতে বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক মল্লিক আকরাম হোসেনকে আহ্বায়ক করে বুয়েটের বিশেষজ্ঞসহ একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩রা ডিসেম্বর প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়। রিপোর্ট এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে ৪ ডিসেম্বর আবারও সভা অনুষ্ঠিত হবে। জকসু নির্বাচন কার্যক্রম বিষয়ে জকসু নির্বাচন কমিশনকে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে।


এদিকে শিক্ষার্থীদের বাড়ীতে যাওয়ার সুবিধার্থে বিভাগীয় শহরগুলোতে বাস যাওয়ার কথা নিশ্চিত করেছেন পরিবহন প্রশাসক সহযোগী অধ্যাপক তারেক বিন আতিক। তিনি বলেন, শিক্ষার্থীদের বাড়ি যাওয়াকে সহজ করতে প্রতিটি বিভাগীয় শহরের উদ্দ্যেশ্যে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ছেড়ে যাবে। আগামীকাল সকাল আটটা থেকে সাড়ে আটটা বিশ্ববিদ্যালয়ের ভাষ্কর্য চত্ত্বর থেকে গাড়িগুলো ছেড়ে যাবে।

###

এই বিভাগের আরো খবর