রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ০৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

চাপিলা ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক

নাটোর, গুরুদাসপুর

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নে বিএনপির আয়োজনে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় চাপিলা ইউনিয়নের মুক্তো বাজারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মো. তাবরুউল্লাহ (বিএসসি)। এতে উপস্থিত ছিলেন চাপিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক মো. জাফরিক ইকবাল নয়ন, জয়েন্ট সেক্রেটারি মো. আইয়ুব আলীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুল আজিজকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর