মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

চব্বিশে হয়েছে বুলেট বিপ্লব, এবার হবে ব্যালট বিপ্লব: জামায়াত আমির

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬  

 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালে যে আন্দোলন হয়েছে তা ছিল “বুলেটের বিপ্লব”, আর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে “ব্যালট বিপ্লব”।

 

সোমবার (২৬ জানুয়ারি) ঝিনাইদহের উজির আলী স্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

 

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জামায়াত আমির বলেন, ‘২৪ এ যেমন বিপ্লব করেছেন ২৬ এর তেমনি একটা বিপ্লব করতে হবে৷ আগে হয়েছে বুলেটের বিপ্লব এবার হবে ব্যালট বিপ্লব।’ তিনি নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, জনগণের শক্তিই হবে আগামীর মূল চালিকা শক্তি।

 

ক্ষমতায় এলে জামায়াতের উন্নয়ন দর্শন তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা কোনো জেলার সঙ্গে সৎ মায়ের ভূমিকায় থাকবো না। ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বাড়ি দেখে উন্নয়ন করবে না জামায়াত। ক্ষমতায় গেলে ৬৪ জেলায় সমৃদ্ধ মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তোলা হবে৷’

 

শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বেটার এডুকেশন ছাড়া বেটার নেশন গড়া সম্ভব না৷ তাই সবার জন্য মানবিক সুশিক্ষা নিশ্চিত করা হবে৷’

 

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান জামায়াত আমির। তিনি বলেন, ‘যারা আমাদের টাকা চুরি করেছে তাদের পেট থেকে টাকা বের করে আনবো৷ জনগণের টাকা কেউ হজম করতে পারবে না৷’

 

এ সময় ভোটাধিকার নিয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কেউ যদি জনগণের ভোটের ওপর হাত দেয়, তাহলে তার হাত অবশ করে দেওয়া হবে।

এই বিভাগের আরো খবর