ব্রেকিং:
জাকসু নির্বাচনের মঞ্চেই নিভে গেল তরুণ শিক্ষিকার আলো শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৮০

চতুর্থ বাংলাদেশি হিসেবে এসিসি’র দায়িত্ব পাচ্ছেন পাপন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন সভাপতি হতে যাচ্ছেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি শনিবার লাহোরে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করবেন। চতুর্থ বাংলাদেশি হিসেবে সংস্থাটির দায়িত্ব পেতে যাচ্ছেন বিসিবি বস।

শনিবার লাহোরে অনুষ্টিত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ৩৫তম বার্ষিক সাধারন সভা। এই সভাতেই বর্তমান চেয়ারম্যান পাকিস্তানের এহসান মানি’র হাত থেকে দায়িত্ব বুঝে নিবেন নাজমুল হাসান পাপন।

১৯৮৩ সালে এসিসি গঠন হওয়ার পর মূলত রোটেশন (আবর্তন) নিয়মে চেয়ার‌ম্যানের দায়িত্ব অর্পিত হয়ে থাকে। টেস্ট খেলুড়ে চার দেশের বোর্ড প্রধানরা দায়িত্ব পান ঘুরে ফিরে।

সর্বশেষ ২০১০-১২ মেয়াদে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানের দায়িত্বে ছিলেন বিসিবি’র সেই সময়কার প্রধান আ. হ. ম মোস্তফা কামাল। এরপর ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান হয়ে ফের বাংলাদেশের পালা।

বাংলাদেশ থেকে প্রথমবার এসিসির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন আনিসুল ইসলাম মাহামুদ। ১৯৮৮ সালে তৎকালীন বিসিবি সভাপতি এই দায়িত্ব গ্রহণ করেন।

এরপর ২০০২-২০০৪ সময় কালে এসিসির প্রধান হন বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবি। এরপর মোস্তফা কামাল হয়ে চতুর্থ বাংলাদেশি হিসেবে দায়িত্ব নিচ্ছেন নাজমুল হাসান পাপন।

এই বিভাগের আরো খবর