মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬২২

চট্টগ্রামে পাঁচ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সেহরির বিতরণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪  

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা, এম. রেজাউল করিম চৌধুরীর পক্ষে, বিশিষ্ট সমাজ সেবক, সাইফুল করিম চৌধুরীর উদ্যোগে, ২৭ই মার্চ মধ্যরাতে চট্টগ্রাম নগরীর  প্রবর্তক মোড়, জিইসি মোড়, ওয়াসা মোড, শোল শহর, এবং মুরাদপুরে এ পাঁচ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করা হয়। মেয়র নিজে উপস্থিত থেকে সুবিধা বঞ্চিত এসব মানুষের হাতে সেহরির খাবার বিতরণ করেন। 


মহৎ এই উদ্যোগ সম্পর্কে মেয়র বলেন, এখন পবিত্র রমজান মাস এ মাসে স্বাভাবিকভাবে অসহায় দুঃস্থ মানুষগুলো রাস্তার পাশে বসে থাকে। এরা ভালো খাবার পায় না, ভালো ইফতারি পায় না। নিজেদের সামর্থ্য অনুযায়ী এসব মানুষদের খাবার দেওয়া নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সাইফুলের মত সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সুবিধা বঞ্চিত এসব মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে। সমাজসেবক সাইফুল করিম চৌধুরী সম্পর্কে মেয়র বলেন, ও যে উদ্যোগগুলো নেয় সেগুলো জনকল্যাণে, করোনাকালীন সময়েও সে দিনে রাতে মানুষের বাড়িতে বাড়িতে খাবার, অক্সিজেন দেয়া সহ অনেক মানবিক কাজ করেছে। জনমানুষের কল্যাণে তার এই কাজ অব্যাহত থাকুক এটাই আমার প্রত্যাশা। সমাজসেবক  সাইফুল করিম চৌধুরী বলেন, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আর এই কাজে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী। খাবার বিতরণে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জাগ্রত সেবা চট্টগ্রাম জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট, মোঃ জাহাঙ্গীর আলম। বিশিষ্ট ব্যবসায়ী, হাসান তারেক চৌধুরী। মোঃ ইকবাল, মোঃ হোসেন টিটু প্রমুখ।

এই বিভাগের আরো খবর