রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৫

গাজীপুরের কোনাবাড়িতে পৃথক স্থানে অগ্নিকাণ্ড

বি এ রায়হান, গাজীপুর

প্রকাশিত: ২০ মার্চ ২০২১  

গাজীপুরের কোনাবাড়িতে পৃথক দুটি স্থানে আগুনে পুড়ে গেছে অন্তত ১০টি ঝুটের গুদাম, ৪টি বসতঘর ও ৫টি দোকান। গেলো মধ্যরাতে নগরীর কোনাবাড়ি আমবাগ এলাকায় এই দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, গাজীপুরের কোনাবাড়ি আমবাগ পশ্চিমপাড়া এলাকায় হানিউল গার্মেন্টসের পিছনে গতকাল রাতে একটি ঝুটের গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহুর্তেই তা পাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০টি গুদামের সমস্ত মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে, কোনাবাড়ি আমবাগ মধ্যপাড়ায় হানিফ মিয়ার চারটি বসতঘর ও পাঁচটি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে যায়। তবে তাৎক্ষনিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এই বিভাগের আরো খবর