বুধবার   ০৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৮ ১৪৩২   ১২ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নরেন্দ্র মোদির পোস্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫  

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে মোদির পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়। গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়া যখন ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন, ঠিক তখনই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা তাৎপর্যপূর্ণ।

 

কূটনৈতিক তাৎপর্য

 

নরেন্দ্র মোদির এই পোস্টকে ভারত ও বাংলাদেশের মধ্যেকার রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি কূটনৈতিক সৌজন্যমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। খালেদা জিয়ার মতো একজন জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বের অসুস্থতার সময়ে অন্য দেশের সরকার প্রধানের এমন আরোগ্য কামনা দুই দেশের ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ককে তুলে ধরে।

 

উল্লেখ্য, খালেদা জিয়ার লিভার, কিডনি ও শ্বাসতন্ত্রের জটিলতাসহ একাধিক শারীরিক সমস্যা রয়েছে। তাঁর অসুস্থতার কারণে তাঁকে রাষ্ট্রের 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' (ভিআইপি) ঘোষণা করেছে বাংলাদেশ সরকার এবং তাঁর চিকিৎসায় চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলও যুক্ত হয়েছে।

এই বিভাগের আরো খবর